২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি
আবেদনের ন্যূনতম যোগ্যতা : যে কোন শিক্ষাবর্ষে এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সাল এবং ধারাবাহিকভাবে পূর্ববর্তী দুই সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নূন্যতম নিম্নরূপ জিপিও প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ক) বিজ্ঞান: জিপিএ ৪.৫০, খ) ব্যবসায় শিক্ষা: ৩.২৫, গ) মানবিক ৩.০০
অনলইনে আবেদনের তারিখ ৩০/০৭/২০২৫ থেকে ১১/০৪/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত।
ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি-তে ভর্তি
হতে পারবে।
খ) মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ এর যে কোন একটি-তে ভর্তি
হতে পারবে।
গ) ব্যবসায় শিক্ষা গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপ এর যে কোন একটি-তে ভর্তি
হতে পারবে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন, ফলপ্রকাশ, ভর্তির সময়সূচি:
বিষয় |
তারিখ |
ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) |
৩০/০৭/২০২৫ (বুধবার) থেকে ১১/০৮/২০২৫ (সোমবার)
|
আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি |
১২/০৮/২০২৫ (মঙ্গলবার) |
শুধুমাত্র পুন:নিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ |
১৩/০৮/২০২৫ (বৃধবার) থেকে ১৪/০৮/২০২৫ (বৃহস্পতিবার) |
পছন্দক্রম পরিবর্তনের সময় |
১৫/০৮/২০২৫ (শুক্রবার) |
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ |
২০/০৮/২০২৫ (বুধবার) রাত ৮:০০টায়) |
শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চয়ন না করলে ১ম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) |
ফল প্রকাশের পর থেকে ২২/০৮/২০২৫ (শুক্রবার) (রাত ৮:০০ টা পর্যন্ত |
২য় পর্যায়ে আবেদন গ্রহণ |
২৩/০৮/২০২৫ (শনিবার) থেকে ২৫/০৮/২০২৫ (সোমবার) রাত ৮:০০ পর্যন্ত |
পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফলপ্রকাশ |
২৮/০৮/২০২৫ (বৃহস্পতিবার) রাত ৮:০০টায়) |
২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ |
২৮/০৮/২০২৫ (বৃহস্পতিবার) রাত ৮:০০টায়) |
২য় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চয়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) |
২৯/০৮/২০২৫ (শুক্রবার) থেকে ৩০/০৮/২০২৫ (শনিবার) রাত ৮:০০ টা পর্যন্ত |
৩য় পর্যায়ে আবেদন গ্রহণ |
৩১/০৮/২০২৫ (রবিবার) থেকে ০১/০৯/২০২৫ (সোমবার) |
পছন্দক্রম অনুয়ায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ |
০৩/০৯/২০২৫ (বুধবার) রাত ৮:০০টায় |
৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ |
০৩/০৯/২০২৫ (বুধবার রাত ৮:০০টায়) |
৩য় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চয়ন না করলে ৩য় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে।) |
০৪/০৯/২০২৫ (বৃহস্পতিবার) |
সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ |
০৫/০৯/২০২৫ (শুক্রবার) |
ভর্তি |
০৭/০৯/২০২৫ (রবিবার) থেকে ১৪/০৯/২০২৫ (রবিবার) |
ক্লাস শুরু |
১৫ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার) |
ক্রমিক |
খাতের নাম |
টাকার পরিমাণ (বিজ্ঞান/মানবিক/ব্যবসায়শিক্ষা) |
১ |
ভর্তি ফি |
|
২ |
বেতন ( মাসিক) |
|
৩ |
রেঞ্জার ফি (কলেজ) |
|
৪ |
রোভার স্কাউট ফি (কলেজ) |
|
৫ |
সাহিত্য ও সংস্কৃতি ফি |
|
৬ |
ম্যাগাজিন |
|
৭ |
মসজিদ তহবিল ফি |
৫০ |
৮ |
ধর্মীয় অনুষ্ঠান ফি |
|
৯ |
অভ্যন্তরীণ ক্রীড়া ও কমনরুম ফি |
|
১০ |
বহি:ক্রীড়া ফি |
|
১১ |
কল্যাণ তহবিল/দরিদ্র তহবিল ফি |
|
১২ |
চিকিৎসা ফি |
|
১৩ |
পরিচয় পত্র ফি |
|
১৪ |
রেড ক্রিসেন্ট ফি |
|
১৫ |
লাইব্রেরী ফি |
|
১৬ |
অধিভুক্তি |
|
১৭ |
উন্নয়ন তহবিল ফি |
|
১৮ |
অত্যাবশ্যকীয় ব্যয় | |
১৯ |
বিবিধ |
|
২০ |
আইসিটি ফি |
|
২১ |
বিজ্ঞান ক্লাব ফি |
|
২২ |
ব্যবস্থাপনা ফি |
|
২৩ |
ল্যাবরেটরী ফি |
|
২৪ |
ডিজিটাল কার্যক্রম ফি |
|
২৫ | ইউটিলিটি ফি (বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন) | |
|
বিজ্ঞান শাখা ১২ নম্বর কাউন্টার, মানবিক শাখা ০২ নম্বর কাউন্টার এবং ব্যবসায় শিক্ষা শাখা ০২ নম্বর কাউন্টারে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
১. দেশের যেকোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নির্ধারিত শিক্ষার্থীগণ নির্দিষ্ট শিক্ষাবর্ষে ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবে।
২. বিদেশী কোন বোর্ড বা অনুরূপ কোন প্রতিষ্ঠান হতে সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা, কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য হবে।
৩. ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ শাখা নির্বাচন করতে পারবে।
ক. বিজ্ঞান শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে কোন একটি শাখায় ভর্তি হতে পারবে। তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীঅন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না।
খ. মানবিক শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার যে কোন একটি শাখায় ভর্তি হতে পারবে।
গ. ব্যবসায় শিক্ষা শাখা হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখার যে কোন একটি শাখায় ভর্তি হতে পারবে।
৪. ভর্তির জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর নির্দেশনা মোতাবেক কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট এর ঠিকানা : www.xiclassadmission.gov.bd
৫. ভর্তির সময় প্রার্থীকে এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের মূল ও ফটোকপি, প্রশংসাপত্রের মূল ও ফটোকপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, প্রবেশপত্রের ফটোকপি এবং ৪ কপি পাসপোর্ট সাইজের ও ২ কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
৬. ভর্তির পর শিক্ষার্থীরা অফিস থেকে নিজ নিজ পরিচয়পত্র সংগ্রহ করবে এবং কলেজ পরিচয়-পত্রবিহীন কোনো শিক্ষার্থীকে কলেজে প্রবেশ করতে দেয়া হবে না।
৭. ভর্তির সময় কলেজের নির্ধারিত বুথ থেকে টাকা পরিশোধের অনলাইন প্রিন্ট কপি সংগ্রহ করে ক্যাম্পাসে অবস্থিত আইএফআই সি ব্যাংকের বুথ-এ জমা দিতে হবে। কারো সঙ্গে ব্যক্তিগত কোন লেনদেন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৮. ছাড়পত্রের মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রথমে ছাড়পত্র গ্রহণ করতে হবে। অতপর ক্রমিক৭ এ উল্লিখিত প্রক্রিয়ায় ভর্তি কর্যক্রম সম্পন্ন করতে হবে।
৯. ঢাকা শিক্ষা বোর্ড ব্যতীত অন্য বোর্ড থেকে ছাড়পত্রের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীর নাম রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট বোর্ডের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ছাড়পত্রের মূল কপি ও অনুলিপি জমা দিতে হবে। উল্লেখ্য যে, ছাড়পত্রে উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে হবে।
১০. ছাড়পত্রের মাধ্যমে অন্য কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীকে প্রথমে শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী ছাড়পত্রের অনুমতি নিতে হবে। অতপর কলেজের সকল পাওনাদি পরিশোধ করে কলেজ কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
১১. ভর্তি ফরম অসম্পূর্ণ থাকলে এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রদানে ব্যর্থ হলে ভর্তির বিষয় বিবেচনা করা হবে না।
১২. ভর্তিকৃত শিক্ষার্থীর বর্তমান ঠিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কলেজ অফিসে লিখিতভাবে জানাতে হবে।
১৩. সকল শিক্ষার্থী সময়ে সময়ে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তর এবং কলেজ কর্তৃক জারীকৃত নিয়ম-কানুন ও নির্দেশনা মেনে চলতে বাধ্য থাকবে।
১৪। ভর্তির সময়ে প্রত্যেক শিক্ষার্থীর বাবা/মা নিজে উপস্থিত থেকে প্রয়োজনে স্থানীয় অভিভাবক নিয়োগ করবেন। এক্ষেত্রে কলেজের অফিসে রক্ষিত অ্যালবামে স্থানীয় অভিভাবকের ছবি এবং স্বাক্ষর বাবা/মা কর্তৃক সত্যায়িত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি
এসএসসি পাসের প্রশংসাপত্রের মূল কপি ও ফটোকপি
এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি
৩ কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবি।
অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন
আনলাইনে আবেদনের ক্ষেত্রে বিকাশ/নগদ/রকেট/সোনালী ব্যাংক/উপায়/ট্যাপ/ওকে ওয়ালেট এর মাধ্যমে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০ (দশ)টি কলেজের জন্যে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নিধারণ করা হবে। আবেদন ফি ১৫০/- টাকা জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website -এ (http://xiclassadmission.gov.bd) গিয়ে Apply Online -এ Click করতে হবে: এরপর প্রদর্শিত তথ্য ছকে পরীক্ষার রোল নম্বর, বোর্ড , পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। আবেদনকারীর তথ্য দেয়া সঠিক হলে সে তার ব্যক্তিগত তথ্য ও পরীক্ষায় প্রাপ্ত জিপিএ দেখতে পাবে।
এরপর শিক্ষার্থীর মোবাইল নম্বর (ফি প্রদানের সময় প্রদত্ত মোবাইল নম্বর) এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।
অত:পর তাকে শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন সিলেক্ট করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ সিলেক্ট করতে পারবে।
এরপর আবেদনকারী Preview Application Button-এ ক্লিক করে তার আবেদনকৃত কলেজের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবে।
Preview-এ দেখানো তথ্যসমূহ সঠিক হলে আবেদনকারী Submit Button-এ ক্লিক করবে।
আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবে এবং সাথে একটি সিকিউরিটি কোড দেয়া হবে। এই সিকিউরিটি কোডটি গোপনীয়তা ও সর্তকার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।
আবেদনকারী চাইলে উক্ত ফরমটি ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবে।
শিফটের ক্ষেত্রে: শিফট না থাকায় লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আবেদন করতে N লিখতে হবে।
ভার্সনের ক্ষেত্রে : লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আবেদন করতে B লিখতে হবে।
কোটার ক্ষেত্রে: মুক্তিযোদ্ধা কোটার জন্য FQ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীস্তন দপ্তর/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে শিক্ষা কোটা জন্য EQ উল্লেখ করতে হবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি-
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজ পারফরম্যান্স র্যাংকিং-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মহিলা কলেজ ও মডেল কলেজ হিসেবে স্বীকৃত লালমাটিয়া সরকারি মহিলা কলেজে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ) ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ০৭/০৫/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১৭ জুন ২০২৫ থেকে শুরু হবে।
শিক্ষার্থীকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) এর Masters Tab এ Apply Now (Masters) অপশনে ক্লিক করে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে স্নাতক (সম্মান) পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর,পাসের সন একটি নিবন্ধিত মোবাইল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক Gender এন্ট্রি দিতে হবে। আবেদনকারী তার ভর্তি যোগ্য বিষয়ের তালিকা দেখেতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী ঢাকা বিভাগ ও ঢাকা জেলাস্থ লালমাটিয়া সরকারি মহিলা কলেজ সিলেক্ট করলে ভর্তি যোগ্য বিষয়সমূহ দেখতে পারবে। এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সাথে তার প্রার্থিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। অতঃপর আবেদনকারীকে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে এবং দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গিকারনামা স্বাক্ষর করে আপলোড করতে হবে। সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে সাবমিট করতে হবে। অতঃপর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। মাস্টার্স ভর্তি রোল নম্বর পাওয়ার পর উক্ত রোল ব্যবহার করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- ও বিকাশ চার্জ ৩/-টাকাসহ সর্বমোট ৩০৩/- বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট সিলেক্ট করে বিকাশ নম্বর 01752005071 নম্বরে আগামী ০৮/০৫/২০২৫ তারিখের মধ্যে পরিশোধ করা যাবে। পেমেন্টের সময় Reference এ অবশ্যই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকতৃ মাস্টার্স ভর্তি রোল নম্বর উল্লেখ করতে হবে।
মাস্টার্স বিষয়সমূহ :
বাংলা, ইংরেজি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ,মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত, ভূগোল ও পরিবেশ ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ভর্তি নির্দেশনার লিংক - এখানে ক্লিক করুন
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি-
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজ পারফরম্যান্স র্যাংকিং-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মহিলা কলেজ ও মডেল কলেজ হিসেবে স্বীকৃত লালমাটিয়া সরকারি মহিলা কলেজে সম্মান ১ম বর্ষে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) অনলাইনে প্রাথমিক আবেদন ২৫/০৪/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামি ৩১ মে ২০২৫ শনিবার সকাল ১১:০০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে পরীক্ষার সাত দিন পূর্বে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
আবেদনের সাধারণ যোগ্যতা:
ক) বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক ও ব্যবসায় শাখা থেকে ২০২৩/২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ও ২০২১/২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ২.৫ সহ উভয় পরীক্ষা মিলে ৫.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
খ) বাংলাদেশের স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখা থেকে ২০২৩/২০২৪ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ও ২০২১/২০২২ সালের এসএসসি/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ২.৭৫ সহ উভয় পরীক্ষা মিলে ৬.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
অনার্স বিষয়সমূহ :
বাংলা, ইংরেজি, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা ,মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত, ভূগোল ও পরিবেশ ।
আবেদন প্রত্রিয়া:
শিক্ষার্থীকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) এর Honours Tab এ Apply Now (Honours) অপশনে ক্লিক করে ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবোর্ড , পাসের সন একটি নিবন্ধিত মোবাইল নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। ডাটাবেজে সংরক্ষিত তথ্য অনুযায়ী আবেদনকারীর তথ্য ছকে Female এর স্থলে Male প্রদর্শিত হলে Click to Change অপশনে গিয়ে সঠিক Gender এন্ট্রি দিতে হবে। আবেদনকারী তার ভর্তি যোগ্য বিষয়ের তালিকা দেখেতে পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী ঢাকা বিভাগ ও ঢাকা জেলাস্থ লালমাটিয়া সরকারি মহিলা কলেজ সিলেক্ট করলে ভর্তি যোগ্য বিষয়সমূহ দেখতে পারবে। এই তালিকা থেকে প্রার্থীকে সর্তকতার সাথে তার প্রার্থিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। অতঃপর আবেদনকারীকে সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। সঠিক তথ্য ও ছবিসহ ছক পূরণ করে সাবমিট করতে হবে। অতঃপর ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। Applicant Id পাওয়ার পর উক্ত আইডি ব্যবহার করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- ও বিকাশ চার্জ ৯/-টাকাসহ সর্বমোট ৭০৯/- বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট সিলেক্ট করে বিকাশ নম্বর 01752005071 নম্বরে পরিশোধ করা যাবে। পেমেন্টের সময় Reference এ অবশ্যই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকতৃ Applicant Id উল্লেখ করতে হবে। এছাড়াও কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়েও আবেদন ফি জমা দেয়া যাবে। বিস্তারিত জানতে www.lalmatiamohilacollege.edu.bd এ মেনুবার হতে বিজ্ঞপ্তিতে ক্লিক করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ অনার্স ১ম বর্ষ ভর্তির বিজ্ঞপ্তি দেখুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ভর্তি নির্দেশনার লিংক - এখানে ক্লিক করুন