উপাধক্ষের বানী Lalmatia Govt. Mohila College

 উপাধ্যক্ষ মহােদয়ের বাণী 

                       " মুক্ত করাে ভয়
                        আপনা মাঝে শক্তি ধরাে
                             নিজেরে করাে জয় । "
 
কবিগুরুর এই কথাকে সমগ্র নারী সমাজে ছড়িয়ে দিয়ে লালমাটিয়া মহিলা কলেজ তার প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে । একটি উন্নত দেশ , একটি সমৃদ্ধ সমাজ , ডিজিটাল যুগের সূচনা , নতুন ও জ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা , উন্নয়নের যে স্বপ্নটা গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন ; তারই সমগ্র রূপায়নের আদলে একটি অনন্য প্রয়াসের নজির হলাে লালমাটিয়া মহিলা কলেজ । শিক্ষার্থীদের ঋদ্ধ করে তােলার জন্য এখানে নির্ধারিত শিক্ষা ও পাঠ্যক্রমের পাশাপাশি অন্যান্য সহায়ক কার্যক্রমের অনুশীলন অব্যহত রয়েছে ।
 
লালমাটিয়া মহিলা কলেজ যৌথ প্রয়াস , সম্মিলিত সফলতা এবং চিন্ময় অভিব্যঞ্জনার নাম । এই চিরনবীনের মুকুরে ফুটে উঠেছে কলেজের সমগ্র মানসপ্রবণতা , সামাজিক অনুষ্ঠান , শিল্প - সাহিত্যের কারুকীর্তি , ধর্মের ভাব প্রেরণা ও সংস্কৃতির চরম সমুন্নাতি । যা এই কলেজের আনন্দময় প্রতিটি মুহূর্তকে ধারণ করেছে । দেশ ও জাতিকে সৎ ও দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষার্থীদের মাঝে সততার বীজ বপণ করতে লালমাটিয়া মহিলা কলেজ অব্যহত কর্মতৎপরতা চলিয়ে যাচ্ছে । সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি , বাংলার সূর্য - সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন - ' নেশন মাস্ট বি ইউনাইটেড অ্যাগেইনস্ট করাপশন । ' আমরাও বঙ্গবন্ধুর আদর্শে সােনার দেশ গড়ার প্রত্যয়ে পথ চলছি । আমরা বিশ্বাস করি , লালমাটিয়া মহিলা কলেজ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার জাগরণ ঘটাবে । এই সৃষ্টিশীলতার হাত ধরেই ভবিষ্যৎ নামক সময়টাকে তারা সৃষ্টি করবে বােধ , প্রজ্ঞা আর মনুষ্যত্ব দিয়ে । সেই সুন্দরের অংশীদারিত্ব এই কলেজের সবার । জীর্ণতার পথ মাড়িয়ে সুন্দর পৃথিবী প্রত্যাশা করছি ।
 
 
 
 

contents will be avaiable soon