সভাপতির বানী Lalmatia Govt. Mohila College

মাননীয় সভাপতি, পরিচালনা পরিষদ

লালমাটিয়া মহিলা কলেজ

মাননীয় সংসদ সদস্য , ঢাকা - ১৩

বাংলাদেশ জাতীয় সংসদ

 

                                                 

লালমাটিয়া মহিলা কলেজ ১৯৬৬ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে নারীশিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে । প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এখানে শিক্ষা - সহায়ক অন্যান্য কর্মকাণ্ডও সমান গুরুত্ব দিয়ে পরিচালিত হয় । কারণ প্রকৃত শিক্ষার্থীর কর্মপরিধি কেবল বিদ্যাচর্চাতেই সীমাবদ্ধ থাকে না । বৃহত্তর কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে তাদের হয়ে উঠতে হয় পরিপূর্ণ মানুষ । এজন্য তাদের পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি শিল্প - সাহিত্য - সংস্কৃতিচর্চার মাধ্যমে নিজেদের আত্মিক ও মানসিক উৎকর্ষ সাধন প্রয়ােজন ।

 

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মােকাবেলায় প্রয়ােজন প্রযুক্তি - নির্ভর , সজনশীল , সুশিক্ষিত আত্মপ্রত্যয়ী  তরুণসমাজ । এরাই হবে আগামীর সৃজনশীল সমাজের অগ্রপথিক , মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করে আলাের দিশারি হয়ে পরিবার , সমাজ , জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে । এদের গেীরবে গৌরৰান্বিত বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াবে । এই নবীন শিক্ষার্থীরাই হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প - ২০২১ ঘােষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার । আর সেই লক্ষ্য অর্জনে সকল আধুনিক সুযােগ - সুবিধার সমন্বয়ে সুদক্ষ অধ্যক্ষ প্রফেসর ড . মােঃ রফিকুল ইসলামের নেতৃত্বে লালমাটিয়া মহিলা কলেজ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।

লালমাটিয়া মহিলা কলেজের সবুজ ক্যাম্পাসে  তোমাদের স্বাগত জানাই ।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

( আডভোকেট জাহাঙ্গীর কবির নানক, এমপি)